প্রাজিপ্র

From Wikimania
This page is a translated version of the page FAQ and the translation is 80% complete.
Outdated translations are marked like this.

সাধারণ তথ্য

উইকিম্যানিয়া কি?
উইকিমিডিয়া ফাউন্ডেশনের বার্ষিক আনুষ্ঠানিক সম্মেলন হচ্ছে উইকিম্যানিয়া। এ সম্মেলনে উইকিমিডিয়া প্রকল্পগুলো বিভিন্ন বিষয়ে উপস্থাপনা এবং আলোচনা অনুষ্ঠিত হয় যার মধ্যে রয়েছে উইকিপিডিয়া, অন্যান্য উইকি, মুক্ত-সোর্স সফটওয়্যার, উন্মুক্ত জ্ঞান এবং উন্মুক্ত কনটেন্ট, সামাজিক ও কারিগরি বিষয়াদি সংক্রান্ত বিভিন্ন বিষয়।
উইকিম্যানিয়া ২০১৮ কি বিষয়ে হবে?
উইকিম্যানিয়া ২০১৮ বিভিন্ন বড় বিষয় নিয়ে কার্যক্রম হবে যার মধ্যে রয়েছে মূল আলোচনা, আনকনফারেন্স, কর্মশালা, হ্যাকাথন, দ্রুত মিটিংস, অনুষ্ঠান, নিয়মিত উইকিপিডিয়া নিয়ে কাজ করেন যারা তাদের সাথে বিশ্বের এ সংক্রান্ত কাজে যুক্ত অন্যদের আলোচনা ইত্যাদি। এছাড়াও এ আয়োজনে আরো নানা ধরনের অনু্ষ্ঠান হয়।
কোথায় আমি নিবন্ধন করবো?
দয়া করে দেখুন নিবন্ধন.
If I don't want to be photographed, what should I do?
Please ask for a black lanyard at any time at the registration desk to indicate that you would not like to be photographed.
কোন ধরনের ছাড় অথবা বৃত্তির সুযোগ আছে?
দয়া করে পড়ুন বৃত্তি.
আমি কি নিয়ে যেতে পারবো?
  • আপনার যদি থাকে: একটি ল্যাপটপ এবং এর চার্জার,
  • পাওয়ার অ্যাডাপ্টর (১৫ এ তিন পিনের মতো বিএস ৫৪৬ টাইপ এম সাধারণত বিভিন্ন সুপারমার্কেট এবং হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়, শুধুমাত্র অস্ট্রেলিয়ান এবং চাইনিজ থ্রি পিন প্লাগস ছাড়া, যা পাওয়া খুবই কঠিন)। ইউরোপ্লাগ ফ্ল্যাট, দুইটি পোল, রাউন্ড পিন এসি পাওয়ার প্লাগ অ্যাডাপ্টরস ব্যবহার করা নিরাপদ এবং এগুলো সাধারণত দক্ষিণ আফ্রিকায় ব্যবহৃত হয়। যদিও বেশির ভাগই সরাসরি পাওয়ার সকেটে যুক্ত করা যায় না। দক্ষিণ আফ্রিকার বৈদ্যুতিক পাওয়ার নূন্যতম ২৩০ ভোল্টেজ ৫০এইচজেড অনুযায়ী থাকে যা বিশ্বের বিভিন্ন দেশেও থাকে। এতে বেশির ভাগ চার্জার ব্যবহার করাই নিরাপদ। তবে ব্যবহারের আগে নিজে সতর্কতার সাথে পরীক্ষা করে দেখা জরুরী। যা ১১০ ভোল্টেজে ব্যবহার উপযোগী তা চার্জারের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে ২৩০ ভোল্টেজে নিরাপদ নয়।
  • ফোন চার্জার।
পানি কমার বিষয়টি কি?
  • এ বিষয়ে আমাদের পানি সংকট পাতাটি দেখুন যেখানে সর্বশেষ তথ্যাদি রয়েছে। এটা সম্মেলনের ভেন্যু বা থাকার জায়গায় তেমন কোন প্রভাব ফেলবে না। তবে আপনি যদি নিজেই আলাদা থাকার ব্যবস্থা করেন তাহলে আপনি যেখানে থাকবেন সে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
আপনার কি শিশুসেবা দেবেন?
কি ধরনের খাবার আপনারা দেবেন?